বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর প্রকাশিত পত্র পত্রিকার তালিকায় হরেকৃষ্ণ সমাচার

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর নিবন্ধন শাখা কর্তৃক নিবন্ধনকৃত পত্র পত্রিকার তালিকায় মাসিক হরেকৃষ্ণ সমাচার।
মাসিক হরেকৃষ্ণ সমাচার আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ, বাংলাদেশ কর্তৃক প্রকাশিত মাসিক প্রচার বার্তা। পারমার্থিক নবজাগরণের মাসিক বার্তাবহ। মাসিক হরেকৃষ্ণ সমাচার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর কর্তৃক ২০০৮ সাল হতে বাংলাদেশের একটি নিবন্ধিত মাসিক পত্রিকা হিসেবে সমগ্র বাংলাদেশব্যাপী প্রচারিত হয়ে আসছে। এই পত্রিকাটি বাংলাদেশব্যাপী নিবন্ধিত গ্রাহক ও এজেন্ট ছাড়াও অন্যান্য ইসকন মন্দির, প্রচারকেন্দ্র, নামহট্ট ও অন্যান্য শাখার মাধ্যমে বিতরণ হয়। বিশ্বব্যাপী সনাতন ধর্মের বিকাশ ও প্রচারের অংশ হিসেবে ইসকনের আন্তর্জাতিক সহ দেশীয় কার্যক্রম এ পত্রিকায় ফুটে উঠে। পৃথিবীব্যাপী শ্রীল প্রভুপাদের হরিনাম আন্দোলন প্রচারের সচিত্র প্রতিবেদনসহ গুরু বৈষ্ণবদের মুখনিসৃত অমিয়সুখা ও বিভিন্ন উৎসব ও অনুষ্ঠানাদি এই পত্রিকায় স্থান পায়।
আমাদের গ্রাহক হতে চাইলে আজই েযোগাযোগ করুন:
hksamacar@gmail.com, 01715758948

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন