মাসিক হরেকৃষ্ণ সমাচার
আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন), বাংলাদেশ
৭৯ স্বামীবাগ, ঢাকা- ১১০০
মাসিক হরেকৃষ্ণ সমাচার ২০০৮ থেকে বাংলাদেশের একটি রেজিস্টার্ড সংবাদ সংস্থা বা বার্তা প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে কাজ করে আসছে। আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন), বাংলাদেশের প্রধান বার্তা প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে সমগ্র বাংলাদেশ ব্যাপী মাসিক হরেকৃষ্ণ সমাচারের সুনাম রয়েছে। আমরা মূলত শ্রীল অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী শ্রীল প্রভুপাদের আদর্শ ধারায় শ্রীচৈতন্য মহাপ্রভু কর্তৃক প্রবর্তিত হরিনাম আন্দোলন এর প্রচারকে বেগবান ও ত্বরান্বিত করতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছি। বাংলাদেশের বিভিন্ন স্থানে আয়োজিত ইসকনের বিভিন্ন আয়োজন সম্পর্কে আমরা আমাদের পত্রিকায় নিয়মিত উপস্থাপন করে থাকি। তাছাড়াও আন্তর্জাতিক অঙ্গণে ইসকনের বিভিন্ন প্রচারমূলক কার্যক্রম এবং আচার্যবর্গের মুখ নিশ্রিত অপ্রাকৃত ভাগবতকথা পত্রিকার মূল উপজীব্য। সর্বোপরি শাস্ত্র থেকে বিভিন্ন বিষয় এর উদাহরণ এবং আলোচনা উপস্থাপন করা হয়। আমাদের স্লোগান: পারমার্থিক নবজাগরণের মাসিক বার্তাবহ।
চৈতন্য মহাপ্রভুর বাণী, “পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচারিত হইবে মোর এই নাম ।।” আমাদের মূল উদ্দেশ্য নগরের প্রতিটি অংশে এবং গ্রামে গ্রামে শ্রীচৈতন্য মহাপ্রভুর এই বাণী পৌঁছে দেওয়া।
হরেকৃষ্ণ হরেকৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরেরাম হরেরাম রাম রাম হরে হরে চৈতন্য মহাপ্রভুর বাণী, “পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচারিত হইবে মোর এই নাম ।।” আমাদের মূল উদ্দেশ্য নগরের প্রতিটি অংশে এবং গ্রামে গ্রামে শ্রীচৈতন্য মহাপ্রভুর এই বাণী পৌঁছে দেওয়া।
চারিযুগে চারিধর্ম জীবের কারণ
কলিযুগে ধর্ম হয় নাম সংকীর্তন।।
https://medium.com/@hksamacar