শ্রীল অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ
অভাবনীয়!!!
মাত্র ১০ বছর! বয়স ৭০-৮০শ্রীল প্রভুপাদের সুকীর্তি অদ্ভুত এবং অবিশ্বাস্য ১) ১৯৬৮ থেকে ১৯৭৭ সালের মধ্যে তিনি মোট ২২০০০ পৃষ্ঠা রচনা করেন।
২) তিনি শ্রীমদ্ভাগবতের ১৮০০০ শ্লোকের অনুবাদ করেছেন এবং প্রতিটি শ্লোকের তাৎপর্য রচনা করেছেন ।
৩) প্রতিদিন যদি পাঠক একটি শ্লোক এবং সেই শ্লোকের তাৎপর্য পড়েন তাহলে ১৮০০০ শ্লোক পড়তে সময় লাগবে ৪৯.৩১ বছর ।
৪) তিনি শ্রীমদ্ভগবত গীতার ৭০০ শ্লোকের অনুবাদ এবং তাৎপর্য রচনা করেছেন ।
৫) প্রতিদিন যদি পাঠক গীতার একটি শ্লোক এবং সেই শ্লোকের তাৎপর্য পড়েন তাহলে ৭০০ শ্লোক পড়তে সময় লাগবে প্রায় ২ বছর
৬) তিনি ১৭ খণ্ডে রচিত শ্রী চৈতন্যচরিতামৃতের ১১,৫৫৫ শ্লোকের অনুবাদ করেছেন এবং প্রতিটি শ্লোকের তাৎপর্য রচনা করেছেন যা মোট ২১৭০ পৃষ্ঠায় রচিত ।
৭) প্রতিদিন যদি পাঠক শ্রী চৈতন্যচরিতামৃতের একটি শ্লোক এবং সেই শ্লোকের তাৎপর্য পড়েন তাহলে ১১,৫৫৫ শ্লোক পড়তে সময় লাগবে প্রায় ৩১.৬ বছর । প্রতিদিন এক পৃষ্ঠা পড়তে সময় লাগবে ৫.৯ বছর ।
৮) তিনি চৈতন্য মহাপ্রভুর শিক্ষা, অমৃতের সন্ধানে, ভক্তিরসামৃতসিন্ধু, কপিলদেবের শিক্ষা, শ্রী ঈশোপনিষদ প্রভৃতি গ্রন্থও রচনা করেছেন ।
৯) তিনি (back to godhead) পত্রিকা সৃষ্টি করেছেন যেটি মাসিক ১ লক্ষ কপি পঠিত হয়েছিল ।
১০) তিনি তার শিষ্যদের ৭০০০ পৃষ্ঠার পত্র রচনা করেছিলেন যা পরবর্তীতে ৫ খণ্ডের বই আকারে প্রকাশিত হয় ।
১১) তার দেওয়া শ্রীমদ্ভাগবতের উপর ভাষণ ১১ খণ্ডের পুস্তক আকারে প্রকাশিত হয়েছে।
১২) তার দেওয়া শ্রীমদ্ভগবদগীতার উপর ভাষণ ৭ খণ্ডের পুস্তক আকারে প্রকাশিত হয়েছে ।
১৩) তার কথোপকথন ৪২ খণ্ডের বই আকারে প্রকাশিত হয়েছে ।
১৪) তার অসংখ্য লেকচার(ভাষণ) ক্যাসেট আকারে ধারণ করা হয়েছে ।
১৫) এসবের পাশাপাশি তিনি ৫০০০ ব্যক্তিকে কৃষ্ণভাবনামৃতের দীক্ষা দিয়েছেন ।
এছাড়া তিনি ইসকন নামক একটি সংগঠন প্রতিষ্ঠা করেছেন যা পুরা বিশ্বে ১২০ টিরও বেশি দেশে সুদক্ষভাবে পরিচালিত হচ্ছে
# তিনি এর পুরো মধ্যে বিশ্বে ১০৮টি মন্দির প্রতিষ্ঠা করেন
# ৯ বছরে পরো বিশ্ব ১৪ বার ভ্রমন করেছিলেন
# ৫০টি বই প্রকাশনা করেছেন ২৮টি ভাষায় মাত্র ৯ বছরে
# এক হাজারেরও বেশি মতবিনিময় অনুষ্ঠানে তিনি যোগ দান করেন
# তিনি এক হাজারেরও বেশি চিঠি লিখেছেন
# এক হাজারের বেশি সকালের কথোপকথন করেছেন তার শিষ্যদের সাথে
# তিনিই প্রথম রথযাত্রা অনুষ্ঠান শুরু করেছিল পুরো বিশ্বে
# তখনকার সময় শ্রীল প্রভুপাদ এক হাজারের বেশি দার্শনিক এবং রাজনীতিবীদদের কাছে এই কৃষ্ণভাবনামৃত প্রচার করেছেন
# আমেরিকায় হিপিদের একটা বড় অংশকে কৃষ্ণভাবনামৃত দীক্ষিত করেছেন ।
# তার সময় অনেক বৈদিক স্কুল, কলেজ, গুরুকূল, আশ্রম, ফার্ম ইত্যাদি তৈরী করেছিলেন ।
# ১০০ এর উপর ভক্তিমূলক গান গেয়েছেন তিনি ।
এবং এই সব মহৎ কাজ তিনি করেছিলেন মাত্র ১০বছরে, ৭০-৮০ বছর বয়সের মধ্যে ।