![দামোদর ব্রত মাহাত্ম্য hksamacar-pic](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg_CFLH4s8oopDjfipJpyRt5nknpQxiQ2hLc-AFktwxbXJHTZ2ErXNZTgQJvlt-OAet5tCB6fAej5OO1abYTdgYl68O8S8PWQYS1wMFHRairkj9PJTPooT6lOY8G3u8ZAxrwzmVWjTjbS8N/s1600/damodor-brata-book.jpg)
ডাউনলোড করুন
শ্রীশ্রী দামোদর ব্রত মাহাত্ম্য বইটির এন্ড্রয়েড অ্যাপস ডাউনলোড করুন। শ্রীশ্রী দামোদর ব্রত মাহাত্ম্য বইটি সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বই। বিশেষ করে যারা দামোদর ব্রত পালন করেন বা পালন করতে আগ্রহী। লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ মাতা যশোদার দামবন্ধন স্বীকার করে নিজে বিশুদ্ধ বাৎসল্যরস আস্বাদন করেছেন এবয় নিজের অস্বাতন্ত্রয তথা ভক্তাধীনত্র পরমোৎকর্ষ প্রদর্শন করেছেন। কার্তিক শুক্লা প্রতিপাদেই তিনি সেই পরমোৎকৃষ্ট দামোদর লীলা প্রকটিত করেন। এজন্যই কার্তিক ’দামোদর মাস’ নামে প্রসিদ্ধ। বিভিন্ন পুরুণাদিতে কার্তিক তথা দামোদর মাসের মহিমা বিস্তৃত ভাবে বর্ণিত হয়েছে। এই বইটিতে দামোদর ব্রত পালনের মাহাত্ম্য, ভগবানের অপ্রাকৃত দামবন্ধন লীলা, শ্রীল সত্যব্রত মুনিকৃত দামোদরাষ্ঠকম, ভীষ্মপঞ্চক ব্রত পালনের বিধি, দামোদর ব্রত পালন কালে বিভিন্ন বিধি-নিষেধ, দামোদর মাসে ভগবান দামোদর-কে প্রদীপ দানের মাহাত্ম্য ইত্যাদি বিষয়ে বর্ণনা রয়েছে। এছাড়াও দামোদর মাসের অন্যান্য উৎসব যেমন অন্নকূট, রাধাকুণ্ড ও শ্যামকুণ্ডের আবির্ভাব তিথি (বহুলাষ্টমী), তুলসী-শালগ্রাম বিবাহ, গোপাষ্টমী, বলিদৈত্যরাজপূজা, ভীষ্মপঞ্চক, গিরিগোবর্ধন পূজা, দীপাবলী ইত্যাদি সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা রয়েছে। তবে সবচেয়ে আকর্ষণীয় হলো শ্রীল সনাতন গোস্বামীকৃত দামোদরাষ্ঠকম্ এর দিগদর্শিনী টিকা। শ্রীশ্রী হরিভক্তিবিলাস গ্রন্থের ষোড়শ অধ্যায়ে কার্তিক মাস তথা দামোদর মাস সম্পর্কে বিস্তারিত ভাবে বর্ণনা করা হয়েছে। সেখানেই কার্তিক মাসের ব্রত পদ্ধতি, করণীয়, বর্জনীয়, দীপদান প্রভৃতি বিভিন্ন কৃত্যাদি বর্ণিত হয়েছে।
স্কন্ধপুরাণে কার্তিক মাহাত্ম্যে -
এই জগতে ব্রতসমূহের ফল মাত্র এক জন্ম অনুগমন করে কিন্তু কার্তিকে ব্রতের ফল শতজন্ম অনুগমন করে। মেরু ও মন্দর পর্বত সদৃশ অশেষ পাপসমূহ করলেও কার্তিকে দীপদান প্রভাবে সর্বপাপ দগ্ধ হয়।
Tags
Downloads