হরেকৃষ্ণ সমাচার ফেব্রুয়ারি - ২০১৮

hksamacar-february-2018

মাসিক হরেকৃষ্ণ সমাচার, ফেব্রুয়ারি-২০১৮

মাসিক হরেকৃষ্ণ সমাচার পত্রিকার ফেব্রুয়ারি মাসের কপি। মাত্র 4mb ফাইলের সাইজ। আপনার স্মার্টফোন কিংবা কম্পিউটার থেকে ডাইনলোড করুন এবং পিডিএফ রিডারের সাহায্যে পড়ুন । আমাদের এবারের সংখ্যায় রয়েছে যুক্তরাজ্য, সান্টিয়াগো, আফ্রিকা, টেগো, পোর্টোরিকা এবং আরব-আমিরাত সহ বিশ্বের বিভিন্ন প্রান্তের ইসকন তথা সনাতন ধর্মের প্রচার ও প্রসার সম্পর্কে বিস্তারিত তথ্য। শ্রীচৈতন্য মহাপ্রভুর আবির্ভাব লীলা রহস্য, শ্রীপাদ জননিবাস প্রভু কর্তৃক শ্রীমদ্ভগবদ্গীতায় কর্ম যোগের শিক্ষা তাছাড়াও রয়েছে শ্রীল প্রভুপাদ ও অন্যান্য আচার্যবৃন্দের গুরুত্বপূর্ণ প্রবচন ও ব্যাখ্যা। আশাকরি এ পত্রিকা আপনাকে পারমার্থিকতায় উদ্বুদ্ধ করতে সক্ষম হবে।


শ্রীল প্রভুপাদ উবাচ,
শ্রীকৃষ্ণের চরণপদ্মের কথা সর্বদা চিন্তা করো, তাহলে তিনি যে দায়িত্বসমূহ তোমাকে দিয়েছেন, তা সম্পাদনা করতে তোমার কোনো সমস্যা হবে না।
সৎস্বরুপ দাসকে পত্র, ২৮ আগস্ট ১৯৭৩

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন