বৈষ্ণব পঞ্জিকা
গৌরাব্দ: ৫৩১, বঙ্গাব্দ: ১৪২৩-২৪, খ্রিষ্টাব্দ: ২০১৭-১৮
আন্তর্জাতিক
কৃষ্ণভাবনামৃত সংঘ, ঢাকা, বাংলাদেশ এর হরেকৃষ্ণ পাবলিকেশন্স কর্তৃক
প্রকাশিত বৈষ্ণব পঞ্জিকা। আন্তর্জাতিক তারিখ রেখা, গ্রীনিজ মান সময়ানুসারে
তৈরি করা হয়েছে, যা যেকোনো দেশে ব্যবহার করা যেতে পারে। বাংলাদেশের জন্য এর
সময়মান (GMT +6, 23N43 9025)। পঞ্জিকার তিথি-নক্ষত্রাদি পঞ্চাঙ্গ হিসেব
করার ক্ষেত্রে ইসকন জিবিসি ভিত্তিক আন্তর্জাতিক বৈষ্ণব পঞ্জিকা কমিটি
(মুম্বাই) এর পক্ষে যারা কাজ করেছেন- শ্রীমৎ ভানু স্বামী মহারাজ, গোপাল
প্রিয় দাস, সদা শিবানন্দ দাস ও ভক্তরূপ দাস। বৈষ্ণবীয় তিথি সমূহ উক্ত পঞ্জিকাতে সন্নিবেশিত করা হয়েছে।
Tags
বৈষ্ণব পঞ্জিকা
উত্তরমুছুন2021 সালের বৈষ্ণব পঞ্জিকা