DOWNLOAD NOW মাসিক হরেকৃষ্ণ সমাচার পত্রিকার অক্টোবর মাসের কপি। মাত্র 2 এমবি ফাইলের সাইজ। আপনার স্মার্টফোন কিংবা কম্পিউটার থেকে ডাইনলোড করুন এবং পিডিএফ রিডারের সাহায্যে পড়ুন ।
আমাদের এবারের সংখ্যায় রয়েছে শ্রীল ভক্তিচারু স্বামী মহারাজের ৭৫তম ব্যাসপূজা উদযাপন, ভাদ্রপূর্ণিমায় বিশ্বব্যাপী শ্রীমদ্ভাগবত গ্রন্থ প্রচার, শ্রীল জয়পতাকা স্বামী মহারাজের সন্ন্যাসগ্রহণের ৫০তম বর্ষপূর্তি, আমড়ার উপকারিতা, দেবী দূর্গার মহিমা, ভগবান শ্রীকৃষ্ণের দামোদর লীলা বা দামবন্ধনলীলা এছাড়াও বিশ্বের বিভিন্ন প্রান্তের ইসকন তথা সনাতন ধর্মের প্রচার ও প্রসার সম্পর্কে বিস্তারিত তথ্য। তাছাড়াও রয়েছে শ্রীল প্রভুপাদ ও অন্যান্য আচার্যবৃন্দের গুরুত্বপূর্ণ প্রবচন ও ব্যাখ্যা। আশাকরি এ পত্রিকা আপনাকে পারমার্থিকতায় উৎসাহিত করতে সক্ষম হবে।
- হরেকৃষ্ণ