মাসিক হরেকৃষ্ণ সমাচারের পক্ষ থেকে সকলকে কৃষ্ণপ্রীতি ও শুভেচ্ছা। ২০১৮ সাল উপলক্ষে মাসিক হরেকৃষ্ণ সমাচার প্রকাশ করেছে বৈষ্ণবীয় ক্যালেন্ডার। যেখানে প্রতিটি মাসের অমাবস্যা, পূর্ণিমা, একাদশী, পারণের সময়সূচী সহ অন্যান্য বৈষ্ণবীয় তিথিসমূহের তারিখ দেওয়া হয়েছে। তাছাড়াও আপনারা আমাদের ক্যালেন্ডারে পাবেন ভগবানের আর্কষণীয়, মনোমুগ্ধকর চিত্র। যা আপনার বাড়ি কিংবা যে কোনো স্থানের সৌন্দর্য বর্ধন করবেন। ক্যালন্ডারটি একপাতা(১২ মাস) এবং তিনপাতা (4x3 মাস) পাওয়া যাচ্ছে। আপনার নিকটস্থ মন্দির থেকে আপনি ক্যালেন্ডারটি সংগ্রহ করতে পারেন।